(…. প্রসঙ্গ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএইচএমএস…
।। BHMS (Becholor of Homepathic Medicine of Surgery)।।)
আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের BHMS (Becholor of Homepathic Medicine of Surgery) এর ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করি তখন আমার কাছে অন্ধকার ছিলো। অন্ধকার মানেই অজানা ভয় নিয়েই পথ চলা। তবে সাহসের ঘাটতি ছিলো না। প্রস্তুতিও ভালো ছিলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদ আমাদের ডিপার্টমেন্ট। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের BHMS (Becholor of Homepathic Medicine of Surgery) এর ৪২ তম ব্যাচের ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থী ছিলাম।
অনেক বিষয় অবগত না হয়েও আমার প্রস্তুতি ছিলো মোটামুটি মানান সই। মেধাতালিকায় আমার স্থান ছিলো ৪১তম।
তাই সামনের ভর্তি পরীক্ষায় যাতে পরীক্ষার্থীরা উপকৃত হয় সেই বিষয়ে কিছু অবগত করছি। অভিভাবকদের জানাও জরুরী।
BHMS (Becholor of Homepathic Medicine of Surgery)ঢাকা বিশ্ববিদ্যালয় এর ফার্মেসি অনুষদের একটি ব্যাচেলর ডিগ্রি। BHMS (Becholor of Homepathic Medicine of Surgery) ডিগ্রি MBBS(Becholor of Medicine Becholor of Surgery) এর সমমান।
বিএইচএমএস (Becholor of Homepathic Medicine of Surgery) পাচঁ বছরে পড়ানো হয় :-
1. Anatomy Department 2. Physiology “ 3. Pharmacy “4. Community Medicine 5. Forensic “ 6. Pathology “ 7. Gynecology “ 8. Practice of Medicine “ 9. Surgery “ 10. Medicine “ 11. Oregano of Medicine “ 12. Chronic disease , case taking & Repertory Dept. 13. Homeopathic Psychology Dept. 14. Homeopathic Philosophy Dept.
ডিগ্রি শেষে BHMS (Becholor of Homepathic Medicine of Surgery) ও MBBS(Becholor of Medicine Becholor of Surgery) ডিগ্রিধারীদের ১ বছর এন্টার্ণি করতে হবে হাসপাতালে।
গবেষনা মতে দেশের মোট জনসমষ্টির ৪৫% হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করে থাকেন।অন্যান্য চিকিৎসায় বিফল হয়ে হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণকারী রোগীর সংখ্যাও কম নয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) হোমিওপ্যাথিকে বিকল্প চিকিৎসা ব্যবস্থা হিসেবে স্বীকৃতি দিয়েছে। বর্তমান বিশ্বে হোমিওপ্যাথি একটি আধুনিক চিকিৎসা পদ্ধতি হিসেবে পরিচিত। ১৯৯৬ সালে ‘হোমিওপ্যাথি একটি বিজ্ঞানভিত্তিক চিকিৎসা পদ্ধতি’ আবিষ্কারের জন্য সুইডশ পার্লামেন্ট গ্রিসের বিশ্ববিখ্যাত বিজ্ঞানী ডা. জর্জ ভিথোলকাস কে বিকল্প নোবেল পুরস্কার প্রদান করেন।
BHMS (Becholor of Homepathic Medicine of Surgery) এ ভর্তির শর্ত ও যোগ্যতা : এমবিবিএস অনুরুপ। নিয়মিত S.S.C & H.S.C Pass (বিজ্ঞান বিভাগ ও জীববিজ্ঞান আবশ্যক), S.S.C & H.S.C : মোট GPA-৮.০০ । ২০০ নম্বরের পরীক্ষা দিতে হয়। এর মধ্যে লিখিত পরীক্ষা (MCQ) = ১০০ নম্বর (পদার্থ-২০, রসায়ন-৩০, জীব-৩০, ইংরেজি-১০, সাধারণ জ্ঞান-১০)। ২০০ নম্বরের পরীক্ষা দিয়ে যারা পাশ করেন মেধা বিবেচনায় ওই সকল শিক্ষার্থীরা ৫০ আসনে ভর্তি হওয়ার সুযোগ পান। এর মধ্যে ৪৮টি সাধারণ, ১টি উপজাতি ও ১টি বিদেশি।
BHMS (Becholor of Homepathic Medicine of Surgery) ডিগ্রী করার পর উচ্চতর ডিগ্রী নেওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। BCS (সাধারণ) পরীক্ষায় অংশ গ্রহণ,বিশ্ববিদ্যালয় (যেমন:নিটোর,নিপসন) icddrb, শিশু হাসপাতাল ও জাতীয় মানুসিক স্বাস্থ্য হাসপাতাল থেকে ক্লিনিক্যাল বিষয় গুলোতে উচ্চতর ডিগ্রী নেয়া যায়। BHMS পাস করার পর বিদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রি (MD,consaltent,specialist of medicine) অর্জন করার সুযোগ রয়েছে।
Dr.Nishat tasnim Bristy
DHMS,BHB(Dhaka)
BHMS (Becholor of Homepathic
Medicine of Surgery)
Batch-42