বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০০ অপরাহ্ন

ঝিনাইগাতীতে শিক্ষক ও কর্মচারি ইউনিয়নের বার্ষিক সভা

রির্পোটারের নাম
  • খবর আপডেট সময় শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ২৫৫ এই পর্যন্ত দেখেছেন

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার শিক্ষক ও কর্মচারি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ১৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১০জুন শুক্রবার আহমদ নগর উচ্চ বিদ্যালয়ের হল রুমে সকাল ১০ঘটিকায় জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে এ সভা শুরু হয়।

অত্র সংগঠনের সভাপতি মো. নুরুল ইসলাম মোগল এর সভাপতিত্বে এবং সেক্রেটারী অভিনুর ইসলাম ও বোর্ড সদস্য আলমগীর হোসেন এর উপস্থাপনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালব “ছ” অঞ্চলের ডিরেক্টর ও ধুপাউড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশা, উপজেলা সমবায় অফিসার রুকুনুজ্জামান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও অত্র সমিতির সদস্য শাহ আলম প্রমুখ।

উক্ত সভায় সমিতির সহ-সভাপতি সুন্দর আলী, ট্রেজারার শাহজাহান, বোর্ড সদস্য ফনিজুর, আব্দুল হালিম, বাবুল আহম্মেদ, শাহিন তালুকদার সহ অত্র সমিতির সর্বস্তরের সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সদস্যদের মাঝে রেফেল ড্র এর মাধ্যম ৩৫ সদস্যকে পুরস্কৃত করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
© কপিরাইট ২০১৭ গণজয়
CodeXive Software Inc.
themesba-lates1749691102