।। ডা: নিশাত তাসনিম বৃষ্টি।।
বিজ্ঞান আমাদের প্রমান দিয়েছে শূণ্যস্থানে সর্বোচ্চ গতি প্রতি সেকেন্ডে প্রায় ১ লাখ ৮ হাজার মাইল। আপেক্ষিক তত্ত্ব অনুসারে এর চাইতে বেশি দ্রুতি অর্জন অসম্ভব। বিজ্ঞান মহা বিশে^র সকল কণাকে তিন ভাগে ভাগ করেছে।
যথা- ১। ব্রাডিয়ান (Bradyon) ২। লুক্সন (luxon) ৩। ট্যাকিয়ন (Tachyon)|
আমার আলোচনার বিষয় ট্যাকিয়ন (Tachyon)। কারণ আমি একাডেমিক শিক্ষায় শিক্ষিত একজন হোমিও ডাক্তার। বিজ্ঞানীরা গবেষনা করে হোমিওপ্যাথিক ওষুধে ট্যাকিয়ন (Tachyon) খোজে পেয়েছেন। তাই বিশ^ব্যাপি একাডেমিক শিক্ষায় শিক্ষিত হোমিও ডাক্তারদের কাছে ট্যাকিয়ন (Tachyon) আলোচনার বিষয় বস্তুতে পরিনত হয়েছে।
ট্যাকিয়ন (Tachyon) কণা শূণ্যস্থানে আলোরগতির চাইতেও বেশি দ্রুত গতিতে চলাচল করতে পারে এবং চলে। ট্যাকিয়ন (Tachyon) একক কোন কণা নয়। কণাদের শ্রেণি।
বিজ্ঞানী আলর্বাট আইনস্টাইন এর মতে আপেক্ষিক তত্ত্ব অনুসারে কোন কণার দ্রুতি বাড়লে ভরও বৃদ্ধি পায়। দ্রুতি সীমায় গেলে ভরও অসীম হয়। তাই দ্রুতি সীমা অতিক্রম করা কোন ক্রমেই সম্ভব না। কিন্তু ট্যাকিয়ন শ্রেণির কণাদের দ্রুতি বাড়লে ভর কমে। দ্রুতি কমলে ভর বাড়ে। ট্যাকিয়নের দ্রুতি সব সময় দ্রুতি সীমার উপরে অবস্থান করে।
আমরা আলোর সাহায্যে দেখি। কিন্তু আলোর চাইতে বেশি দ্রুতগামী ট্যাকিয়ন কণা। তাই ট্যাকিয়ন কণা দেখতে পাওয়া যায়না। তবে ট্যাকিয়ন কণাদের চলার পথের পদ ছাপ হিসেবে চেরেনকভ নামে ২টি তরঙ্গ দেখতে পেয়েছেন বিজ্ঞানীরা। যাই হউক ট্যাকিয়ন (Tachyon) কণা নিয়ে আলোচনা অনেক লম্বা। আমার আলোচনা হোমিও চিকিৎসার মধ্যে সীমাদ্ধ।
হোমিও চিকিৎসা জগতে বিজ্ঞান সম্মত সু খবর দিয়েছেন CERN এর বিজ্ঞানীরা। বিজ্ঝানীরা দীর্ঘ দিন হোমিও ওষুধের উপর গবেষনা চালিয়ে ঘোষনা দিয়েছেন হোমিওপ্যাথি ওষুধে ট্যাকিয়ন (Tachyon) কণা বিদ্যমান রয়েছে। তার মানে বৈজ্ঞানিকভাবে আবারও প্রমানিত হয়েছে হোমিও চিকিৎসা বিজ্ঞান সম্মত চিকিৎসা। ট্যাকিয়ন (Tachyon) উপস্থিতিতে হোমিও ওষুধের দ্রুতি প্রতি সেকেন্ডে ১ লাখ ৮ হাজার মাইল। যারা এতদিন চিল্লায়ে গলা ফাটিয়েছেন তাদের কন্ঠ ক্ষীন হয়ে গেছে। তবে ষড়যন্ত্র বিদ্যমান। অর্থ সংকটে পড়তে পারে গবেষনা প্রতিষ্ঠান।
ডা: নিশাত তাসনিম বৃষ্টি,
ডিএইচএমএস, বিএইচবি(ঢাকা),
বিএইচএমএস,ঢাবি(চলমান)
বিবিএ(সম্মান, ঢাবি)।