মোঃ আবু সাইদ,নান্দাইল,(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
ময়মনসিংহের-নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাদিস মিয়া (৪২) নামে একজন মৃত্যূ বরন করেছেন।
গতকাল বৃহস্পতিবার ( ৩১ মার্চ ) সন্ধ্যা সাড়ে পাঁচ ঘটিকার দিকে নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বাতুয়াদী গ্রামের মুড়াইল বিলে জল মোটর দিয়ে বোর জমিতে সেচ দেয়ার সময় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে, এ দূর্ঘটনাটি ঘটেছে।
নিহত হাদিস মিয়া জাহাঙ্গীরপুর ইউনিয়নের বাতুয়াদী গ্রামের আব্দুর রাজ্জাক মন্ডলের ছেলে। হাদিস মিয়া পেশায় একজন কৃষক।
বিদ্যুৎস্পৃষ্টের পরপরই আহত হাদিস মিয়া কে স্থানীয়রা কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাদিস মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন, তার চাচাতো ভাই মোঃ বাবুল মন্ডল। জাহাঙ্গীরপুর ইউ,পি চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন মন্ডল বলেন, বিষয়টি আমি শুনেছি তিনি বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছেন।
জানা যায়, হাদিছ মিয়া দুই ছেলে দুই মেয়ে ও স্ত্রী রেখে গেছেন।
জানতে চাইলে নান্দাইল মডেল থানার (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, এ বিষয়ে কেউ কোন সংবাদ দেয়নি।