বকশীগঞ্জ প্রতিনিধি।। জামালপুরের বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের নতুন আহব্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে জামালপুর জেলা কমিটি। অনুমোদিত কমিটির আহব্বায়ক রাজ রাজন ও ১নং যুগ্নআহব্বায়ক পনির আহম্মেদ। অনুমোদিত কমিটির ৯ নম্বর যুগ্ন আহবায়ক জেমি ইয়াছমিন আলোচনার লাইম লাইটে। এর মূল কারণ জেমি ইয়াছমিন বকশীগঞ্জ উপজেলা আওয়ামী যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক। আওয়ামী যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদকের পদে থেকে ছাত্র লীগের ৯ নম্বর যুগ্ন আহবায়ক পদে পদায়ন হতে পারেন কী না? এই সমস্যার বিষয়ে জেমি ইয়াছমিনের মা বকশীগঞ্জ উপজেলা আওয়ামী যুব মহিলা লীগের সভাপতি জহুরা বেগম জানান, অনেক আগেই জেমি ইয়াছমিন বকশীগঞ্জ উপজেলা আওয়ামী যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগ করার পরেই তাকে বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির ৯ নম্বর যুগ্ন আহবায়ক হিসেবে মনোনীত করেছে জামালপুর জেলা ছাত্র লীগ। তবে জেমি ইয়াছমিনের মা বকশীগঞ্জ উপজেলা আওয়ামী যুব মহিলা লীগের সভাপতি জহুরা বেগম পদত্যাগের তারিখ জানাতে পারেননি। পদত্যাগ পত্রও দেখাতে পারেননি।
বকশীগঞ্জ ছাত্রলীগের নতুন আহব্বায়ক কমিটির যুগ্নআহব্বায়ক ৯ জন। সদস্য সংখ্যা ৫১জন। অপর ৮ জন যুগ্ন আহবায়ক হলেন – সোয়েব আল হাসান সজল,ফাহিম ফয়সাল রিফাত, শাহ মোহাম্মদ শান্ত, মিজানুর রহমান লুৎফর,, আবির হোসেন নিরব, আব্দুল্লাহ আল মারুফ, আজিজুর রহমান আজিজ,জেমি ইয়াসমিন।