বঙ্গবন্ধ ও তার স্ব-পরিবার এবং জাতীয় ৪ নেতা হত্যাকান্ডসহ অনেক বীর মুক্তিযোদ্ধা হত্যাকান্ডে পরবর্তি ভেঙ্গেপড়া সেনাবাহিনীর চেইন অব কমান্ড ফিরিয়ে আনতে গিয়ে ১৯৭৫ এর ৭নভেম্বর নির্মম ভাবে হত্যা কান্ডের শিকার হয়ে শহীদ হয়েছিলেন,বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল খালেদ মোশাররফ (বীর উত্তম)।তিনি ৭১এর মহান মুক্তিযুদ্ধের ২নং সেক্টর কমান্ডার,জামালপুর জেলার ইসলামপুরের কৃতি সন্তান, যার মাতা জমিলা খাতুন ও কনিষ্ঠ ভ্রাতা সাবেক ভূমি প্রতিমন্ত্রী প্রয়াত হাজী রাশেদ মোশাররফ এমপি সর্বপ্রথম বঙ্গবন্ধ ও তার স্ব-পরিবারসহ জাতীয় ৪নেতার হত্যার বিচার চেয়ে ঢাকার কলারবাগান এলাকায় সর্বপ্রথম বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ জানিয়েছিলেন। সেই বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল খালেদ মোশাররফ(বীর উত্তম) এর ৪৬তম মৃত্যুবার্ষিকী আজ। সকল হত্যাকান্ডের বিচার চেয়ে এই বীরের প্রতি স্ব-শ্রোদ্ধ ছালাম জানিয়ে আত্মারপ্রতি শান্তি কামনা করছি।