মোাহাম্মদ আসাদ।।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জামালপুর জেলার ইসলামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রকিব চৌধুরীকে সাময়িক ভাবে বহিষ্কার করা হয়েছে । স্থানীয়ভাবে কেন তাঁকে বহিষ্কার করা হবেনা তা ১৫ দিনের মধ্যে জানতে চেয়েছে জেলা ছাত্রলীগ । ২৩ ফেব্রুয়ারি জামালপুর জেলা ছাত্রলীগের প্যাডে জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদ আলম ও সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল (প্লাবন) স্বাক্ষরিত এক আদেশে এ কথা জানানো হয় । নাম প্রকাশের অনিচ্ছুক ছাত্রলীগ নেতা বলে , ইসলামপুর পৌরসভা নির্বাচনে নৌকা প্রার্থীর নির্বাচন না করে জগ মার্কার প্রার্থী এস এম জাহাঙ্গীর আলম তার খালাতো ভাইয়ের পক্ষে নির্বাচন করে বিষয়টা জেলা ছাত্রলীগ জানতে পারলে তাঁকে সাময়িক ভাবে সভাপতি থেকে বহিষ্কার করে । রকিব চৌধুরীর সাথে কথা বলে জানা যায়, বহিষ্কারের বিষয়টা স্যোশাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে জানতে পারছে তবে এখনও তাঁর কাছে কোন চিঠি যায়নি । আগামী ২৮ ফেব্রুয়ারি ইসলামপুর পৌরসভা নির্বাচন। ছাত্রলীগ সভাপতি রকিব চৌধুরী বর্তমানে তাঁর বাবা-মার সাথে কক্সবাজার আছেন দুইএকদিনের মধ্যে ইসলামপুর আসবেন ।