মাসুদ উল হাসান ॥
১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে শাহাদত বরণকারী সকল শহীদদের স্মরণে ও মাগফেরাত কামনায় দোয়া মহাফিল ও ইসলামীক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন বাট্টাজোড় এক্সপ্রেস এই অনুষ্ঠানের আয়োজন করে। রোববার রাতে দত্তেরচর পুরান বাট্টাজোড় মীর কামাল হোসেন দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য সমাজ মীর মোঃ জহির উদ্দিন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন কোহিনুর এমদাদ এগ্রো প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব এমদাদুল হক এমদাদ। বিশেষ দোয়া পরিচালনা করেন দত্তেরচর পুরান বাট্টাজোড় মীর কামাল হোসেন দাখিল মাদ্রাসার সুপারিন্টটেনডেন্ট মাওলানা এনামুল হক। অনুষ্ঠানে ইসলামী গান পরিবেশন করেন স্বপ্ন সিড়ি সাংস্কৃতিক ফোরামের পরিচালক হুমায়ুন কবীর শাবীব,আবু রায়হান,দাউদ আনাম,হুসাইন আদনান,আবির হাসান,আবু মুহাম্ম জোনাইদ,আনিস আফনান,রমজান ও ইসমাইল। উপস্থাপক ছিলেন গাজী যায়েদ ইকবাল,আশরাফুল আলম। এলাকার প্রায় ৩ সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লী দোয়া মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।