এম.শাহীন আল আমীন।। আজ আমার বড় বোন মাহমুদা সিদ্দিকা শিউলির শুভজন্মদিন। আজকের শুভ দিনে মনুষত্বে ভরা শ্রদ্ধেয় মানুষটি সম্ভ্রান্ত পরিবারে মায়ের কোলে জন্ম গ্রহন করেছেন। পিতৃ ও মাতৃকুলে অসংখ্য সুশিক্ষিতে ভরা মাওলানা আ্দুল হামিদ পরিবারে জন্ম গ্রহণ করেছেন। তাই মাহমুদা সিদ্দিকা শিউলির সুশিক্ষার ঘাটতি নেই। দায়িত্বের প্রতি শতভাগ সিরিয়াস মানুষটির ভালোবাসা ও শ্রদ্ধার মানুষের অভাব নেই। পরিবার, সমাজ, রাষ্ট্র ও কর্মক্ষেত্রে দায়িত্ব পালনে তিনি আপোসহীন। কারও ডাকের ভরসায় তিনি থাকেন না। দায়িত্বের টানেই তিনি মানুষের কল্যাণে ছুটে যান।
ভালোবাসা বা স্নেহের মানুষ গুলোকে আদরের জন্য তার প্রতি তাকিয়ে থাকতে হয়না। নিজ গুণেই তিনি বুঝতে পারেন ভালোবাসা বা স্নেহের মানুষ গুলো কী চান। শ্রদ্ধার মানুষ গুলোকে তিনি দেবতার মত মানেন। কর্মক্ষেত্রে সেবা প্রার্থীদের তিনি মুখভরা হাসি দিয়েই সেবার ভান্ডার উজাড় করে দেন। মানুষের বিপদে পাহাড়ের মত সামনে দাড়িঁয়ে যান মাহমুদা সিদ্দিকা শিউলি।
উদার ও বিশাল মনের মানুষটি যেখানেই উপস্থিত থাকেন সেখানেই সুশিক্ষার আলো ছড়িয়ে পড়ে। পারিবারিকভাবে অন্য সদস্যের মতই তিনিও আমাদের পরিবারের ছোটদের সুশিক্ষার আলো। পরিবারের বড়দের পাঠশালায় তিনি মেধাবী শিক্ষার্থী। গুণেভরা দেশের গন্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও সমান অবদান রেখেছেন। মানুষটি জন্মদিনে শুভ কামনা। আল্লাহ সহায় হউক। দর্ঘিজীবি হউন। স্যালুট স্বর্ণজয়ী শিউলি আপা।