লিয়াকত হোসেন বাবুল।। রবিবার বকশীগঞ্জ পৌর শহরের টি এন্ড টি রোডে ফজলুল করিমের বাসা থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যনা মালামালসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে। বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আঃ রহিম চুরি বিষয়টি নিশ্চিত করেছেন।
বাসার মালিক ফজলুল করিম জানান, রবিবার সকাল সাড়ে ১১ টার সময় বাসা তালাবদ্ধ করে প্রতিবেশি গোঁয়ালগাও গ্রামে বেড়াতে যান। দুপুর দুই টায় নিজ বাসায় ফিরে দেখেন বাসার তালাভাংগা ও বাসা থেকে ৩৫ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ ২ লাখ ৮৭ হাজার টাকা ও শাতাধিক পিচ শাড়ীসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। এই ব্যাপারে সন্দোহভাজন ২ জনকে জিজ্ঞাসাবাদ করছে বকশীগঞ্জ থানা পুলিশ।