এম.শাহীন আল আমীন ও মোহাম্ম আসাদ ॥ বকশীগঞ্জ উপজেলার নীলাক্ষিয়া ইউনিয়ন পরিষদ ভবনে এক নারী ধর্ষিত হয়েছে। ধর্ষণের অভিযোগে ১৮ জানুয়ারি সোমবার রাতে নীলাক্ষিয়া ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের ধর্ষক নাজমুল হক বাবুকে গ্রেফতার করেছে বকশীগঞ্জ থানার পুলিশ। বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম স¤্রাটের নির্দেশে পুলিশ ধর্ষক বাবুকে গ্রেফতার করেন।
জানা যায়, ১৪ জানুয়ারি সন্ধ্যারাতে বকশীগঞ্জ উপজেলার নীলাক্ষিয়া ইউনিয়নের উদোক্তা নাজমুল হক বাবু (২২) জন্ম নিবন্ধনের কাগজ করে দেওয়ার কথা বলে একই ইউনিয়নের সাজিমারা গ্রামের এক নারীকে ইউনিয়ন পরিষদ ভবনে ডেকে নেন। ওই নারী ইউনিয়ন পরিষদ ভবনের ভিতরে যাওয়ার পর নীলাক্ষিয়া ইউনিয়নের উদোক্তা নাজমুল হক বাবু অপর একজনের সহায়তায় জোর পূর্বক ধর্ষণ করেন। ইউনিয়ন পরিষদ থেকে বের হয়ে ধর্ষিতা নারী নীলাক্ষিয়া বাজারের কয়েকজনকে বিষয়টি বলেন। কিন্তু কোন প্রতিকার পাননি। তাই বিষয়টি বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম স¤্রাটকে অবহিত করেন। প্রাথমিক তদন্ত শেষে সোমবার দিবাগত রাতে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম স¤্রাটের নির্দেশে এসআই শরীফ আহমেদ ধর্ষক নাজমুল হক বাবুকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করেন।