গণজয় রিপোর্ট ।। দৈনিক ইত্তেফাকের ৬৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা। তিনি বলেন, দৈনিক ইত্তেফাক স্বাধীনতার ধারক বাহক। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার সংগ্রাম ও তৎসময়ের দৈনিক ইত্তেফাকের পথ চলা একই সূত্রে গাথাঁ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাঠে ময়দানে সংগ্রাম করেছেন। সেই সময় বঙ্গবন্ধু ও স্বাধীনতার সংগ্রাম বিষয়ে দায়িত্বশীল সংবাদ পরিবেশন করে স্বাধীনতার সংগ্রামকে এগিয়ে নিয়ে গেছেন ইত্তেফাক। বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা বলেন, আমি ইত্তেফাক ও ইত্তেফাক পরিবারের জন্য শুভ কামনা করি। শুভ হউক ইত্তেফাকের জন্মদিন।