মাসুদ উল হাসান॥
বকশীগঞ্জে শীতের রাতে বিভিন্ন এলাকা ঘুরে অসহায় দুস্থ, ছিন্নমূল ও বৃদ্ধ মানুষের গায়ে কম্বল জড়িয়ে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজা। উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার দিবাগত মাঝরাতে শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করেন ইউএনও।
জানা যায়,ভারতীয় সীমান্তবর্তী বকশীগঞ্জে জেঁকে বসেছে শীত। এই শীতে প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে বেশি কষ্টে আছেন দুস্থ ও অসহায় ও ছিন্নমূল মানুষ। শীতের এই তীব্রতা বাড়ার সাথে বাড়ছে তাদের কষ্ট। অসহায় এসব মানুষের কষ্ট লাঘবে মাঝ রাতে সবাই যখন গায়ে গরম কাপড় জড়িয়ে ঘুমে আচ্ছন্ন। সে সময় অসহায় শীতার্ত মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া কম্বল নিয়ে অসহায় ছিন্নমূল মানুষের কাছে ছুটে যান ইউএনও। পথে পথে ঘুরে সবজি বিক্রেতা,ভ্যান চালক,রিকশা চালক,পথচারী, ভিক্ষুক, মানসিক ভারসাম্যহীন, চা,পান, ডিম ও পিঠা বিক্রেতা,পাহারাদার, গ্রাম পুলিশসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে পৌঁছে দেন কম্বল। প্রচন্ড শীতে কম্বল পেয়ে খুশি অসহায় মানুষগুলো। এ সময় সহকারী কমিশনার (ভূমি) ডা. স্নিগ্ধা দাস তার সাথে ছিলেন। অসহায় ছিন্নমূল মানুষের জন্য কম্বল বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও মুনমুন জাহান লিজা।