মাসুদ উল হাসান ॥
বকশীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার দিবাগত ভোর রাতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। রোববার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো লিটন মিয়া ওরফে আমেজ উদ্দিন, আমজাদ হোসেন ও মজনু মিয়া।
পুলিশ জানায়,শ্রীবরদী উপজেলার ভেলুয়া চানপাড়া এলাকার সমেজ উদ্দিনের ছেলে লিটন মিয়া ওরফে আমেজ উদ্দিনের বিরুদ্ধে ২০০৯ সালে ও বিনোদেরচর গ্রামের বদিউজ্জামানের ছেলে আমজাদ হোসেনের বিরুদ্ধে ২০১৪ সালে মাদক মামলা হয়। মামলায় স্বাক্ষ্য প্রমান শেষে লিটন মিয়াকে যাবজ্জীবন ও আমজাদ হোসেনকে দুই বছরের কারাদন্ড দেয় আদালত। দুজনেই দীর্ঘদিন যাবত পলাতক ছিলো। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী লিটন মিয়া চানপাড়া এলাকার বাসিন্দা হলেও বকশীগঞ্জ উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের ঝালোপাড়া এলাকায় শশুর বাড়িতে বসবাস করতো। একই সময়ে অন্য আরেকটি মামলায় গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী মজনু মিয়াকে গ্রেফতার করা হয়। মজনু মিয়া বালুঝড়ি এলাকার আলতাফ মিয়ার ছেলে। বকশীগঞ্জ থানার এস আই আবু শরীফের নেতৃত্বে অভিযান চালায় পুুলিশ।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সম্রাট সত্যতা নিশ্চিত করে জানান,গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।