নিজস্ব প্রতিনিধি ॥
বকশীগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় ৮ জনকে জরিমানা ও সরকারি কাজে বাধাঁ প্রদান করায় একজনকে ১৫ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে পৌর শহরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ডা.স্নিগ্ধা দাস।
জানাযায়,করোনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে পৌর শহরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় মাস্ক না পড়ায় ৭ পথচারীকে ১৬শ টাকা ও অবৈধভাবে গাড়ি পার্কিং করায় চালককে ২ হাজার টাকাসহ ৩ হাজার ৬শ টাকা জরিমানা করা হয়। একই সময়ে সরকারি কাজে বাধাঁ প্রদানের অভিযোগে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৬ ধারায় মাসুদুর রহমান নামে একজনকে ১৫ দিনের কারাদন্ডের আদেশ দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ডা.স্নিগ্ধা দাস। দন্ডাদেশ প্রাপ্ত মাসুদুর রহমান পৌর শহরের মিয়াপাড়া এলাকার আমিনুল ইসলামের ছেলে।