এম.শাহীন আল আমীন ॥ বকশীগঞ্জ উপজেলার বিনোদরচর গ্রামে মাদক সেবন করে মায়ের সাথে অশালিন আচরণ করায় ছেলেকে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। রোববার সকালে দন্ডিত ছেলে আনোয়ার হোসেনকে জেল হাজতে প্রেরণ করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম স¤্রাট জানান, বকশীগঞ্জ উপজেলার বিনোদরচর গ্রামের রুহুল আমীনের ছেলে আনোয়ার হোসেন (২২) মাদকদ্রব্য সেবন করে তার মায়ের ঘরের সকল আসবাবপত্র ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ভেঙ্গে ফেলে। মা মনোয়ারা বেগম বাধা দিলে মাদকাসক্ত আনোয়ার হোসেন মায়ের সাথে অশালিন আচরণ করেন। অতিষ্ট হয়ে মা মনোয়রা বেগম বিষয়টি বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজাকে অবহিত করেন।
উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা পুলিশসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার বিষয়ে নিশ্চিত হয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদকাসক্ত আনোয়ার হোসেনকে ৬ মাসের কারাদন্ডে দন্ডিত করেন। রোববার সকালে বকশীগঞ্জ থানা পুলিশ দন্ডিত ছেলে আনোয়ার হোসেনকে জামালপুর জেলা কারাগারে পাঠিয়েছেন।