শনিবার চিত্রাঙ্গণ প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা ও আলোচনা সভার মধ্য দিয়ে বকশীগঞ্জে ডিজিটাল দিবস পালিত হয়েছে। বকশীগঞ্জ উপজেলা গ্রন্থগার অডিটরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ডা.¯িœগ্ধা দাস। প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী অফিসার মুন মুন জাহান লিজা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার পাল, উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার আলমগীর আজাদ, অধ্যক্ষ সোরহাব আলী, বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম.শাহীন আল আমীন, সাংবাদিক সরকার আব্দুর রাজ্জাক প্রমুখ।
আলোচনা শেষে চিত্রাঙ্গণ প্রতিযোগিতা ও উপস্থিত বক্তৃতায় অংশ গ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা।