এম.শাহীন আল আমীন ॥
বকশীগঞ্জ পৌরসভায় শতভাগ বয়স্কভাতা, বিধবাভাতা ও প্রতিবন্ধ¦ীভাতার কার্যক্রম শুরু হয়েছে। বুধবার দুপুরে বকশীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা ও বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর ওই কর্মসূচীর উদ্বোধন করেন।
উদ্বোধন উপলক্ষে বকশীগঞ্জ পৌর সভায় এক গণ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর। ন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম স¤্রাট, জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদীন, বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু জাফর প্রমুখ। সভা শেষে ২৫০ জন বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীর মাঝে ভাতার কার্ড বিতরণ করা হয়।