এম.শাহীন আল আমীন ।। শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার তাতিহিাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দিদারুল আলম হিটলার ৮ ডিসেম্বর ভোরে ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বকশীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ। হিটলারের জানাযা নামাজ আজ বেলা সাড়ে ৪ ঘটিকার সময় চককাউরিয়া গ্রামে তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।
শোক বার্তায় তারা বলেন, তাতিহিাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান চককাউরিয়া নিবাসী দিদারুল আলম হিটলার ছিলেন শ্রীবরদী উপজেলার সফল চেয়ারম্যানদের মধ্যে অন্যতম ভ্যাক্তিত্ব। তার অবদান তাতিহিাটি ইউনিয়নবাসী চিরদিন মনে রাখবেন। সাংবাদিকরা মরহুমের রুহের আত্মার মাখফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
যারা শোক জানিয়েছেন তারা হলেন, বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি দৈনিক গণজয় সম্পাদক এম শাহীন আল আমীন,দৈনিক তৃতীয় মাত্রার সাংবাদিক আলহাজ্ব সরকার আবদুর রাজ্জাক, দৈনিক যুগান্তরের সাংবাদিক সরওয়ার জামান রতন, বকশীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উর্মিবাংলা প্রতিদিন পত্রিকার সম্পাদক আবদুল লতিফ লায়ন।
বাংলাদেশ প্রেসক্লাবের বকশীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মতিন রহমান, আমাদের নতুন সময়ের সাংবাদিক এ.কেএম নুর আলম নয়ন, সমকাল সাংবাদিক মাসুদ উল হাসান, দৈনিক দেশের কন্ঠের সাংবাদিক এম এ ছালাম মাহমুদ, উর্মিবাংলা প্রতিদিনের নির্বাহী সম্পাদক উৎপল মহন্ত, দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার জেলা প্রতিনিধি মনিরুজ্জামান মনির।
কবি ও সাহিত্যিক সুলতানুল আরেফীন আদিত্য, দৈনিক ভোরের চেতনার সাংবাদিক লিয়াকত হোসেন বাবুল ও আজকের বসুন্ধরার সাংবাদিক মোহাম্মদ আসাদ, ভোরের ডাকের সাংবাদিক ইলিয়াছ আলী,দৈনিক আলোকিত সকালের সাংবাদিক আলমাছ আলী,সাংবাদিক ইলিয়াছ আলী ও সাংবাদিক সাদ্দাম হোসেন মুন্না।
হিঠলারের জানাযা নামাজ আজ বেলা সাড়ে ৪ ঘটিকার সময় চককাউরিয়া গ্রামে তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।