এম.শাহীন আল আমীন ॥ জামালপুরের বকশীগঞ্জে বাল্য বিয়ের আয়োজন করায় কনের বাবার ১০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনান(ভ’মি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা: সিনিগ্ধা দাস ।
জানা যায়, ৬ ডিসেম্বর দিবাগত রাতে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার পাখিমারা গ্রামে আসমত আলীর নাবালক কন্যার বিয়ের আযোজন করেন। ঘটনার খবর পেয়ে বকশীগঞ্জ থানার পুলিশসহ বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনান(ভ’মি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা: সিনিগ্ধা দাস পাখিমারা গ্রামে আসমত আলীর বাড়িতে যান। সরেজমিনে ঘটনা নিশ্চিত হওয়ার পর কনের বাবা আসমত আলীকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট ও বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনান(ভ’মি) ডা: সিনিগ্ধা দাস।