জামালপুর প্রতিনিধি ॥
জামালপুরের জেলা ও দায়রা জজ আদালত বড় ভাইকে হত্যার অভিযোগে ছোট ভাই সুমন (২৫)কে মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন। বিজ্ঞ জেলা ও দায়রা জজ মো: জুলফিকার আলী খানঁ উক্ত রায় ঘোষনা করেছেন।
জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবি নির্মল কান্তি ভদ্র জানিয়েছেন, জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার রুদ্রবয়ড়া গ্রামের শামছুল হকের ছেলে সুমন ২০১৫ সালের ১৭ আগষ্ট অজ্ঞাত কারণে তার বড় ভাই সেজনু মনিরকে ধারালো অস্্র দিয়ে কুপিয়ে মাথা ক্ষতবিক্ষত করেন।
এর পর সুমন মুত্যু নিশ্চিত করার জন্য ক্ষত বিক্ষত সেজনু মনিরকে গলা চেপে ধরেন।
এক পর্যায়ে সেজনু মনিরের ডাক চিৎকারে আশে পাশের লোকজন ছোটে আসলে সেজনু মনির তখন প্রাণে বেচেঁ যান।
গুরত্বর আহত সেজনু মনিরকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্ত্তি করা হয়ে ছিলো। মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় সেজনু মনির মারা গিয়ে ছিলেন।
এব্যাপারে নিহত মনিরের স্ত্রী শাহান শারমিন বাদী হয়ে ২০১৫ সালের ১৮ আগষ্ট সরিষাবাড়ি থানায় একটি মামলা দায়ের করেন। সরিষাবাড়ি থানার মামলা নং ২১, ধারা – ৪৪৮/৩২৬/৩০৬/১০৯/৩৪।
তদন্ত শেষে ২০১৬ সালের ১০ মার্চ সরিষাবাড়ি থানার পুলিশ আদালতে অভিযোগ পত্র দাখিল করেন।
দীর্ঘ প্রায় ৪ বছর পর ৬ ডিসেম্বর বিজ্ঞ আদালতের জেলা ও দায়রা জজ মো: জুলফিকার আলী খানঁ উক্ত রায় ঘোষনা করেন। রায়ে ঘাতক সুমনকে মৃত্যুদন্ডাদেশ দেন।
এ ছাড়াও ৫০ হাজার টাকা অর্থ দন্ডাদেশ দেন এবং অনাদায়ে আরও এক বছরের কারাদন্ডাদেশ দেন।
আসামী পক্ষের আইনজীবি ছিলেন সাবিনা ইয়াসমিন।