এম. কে. দোলন বিশ্বাস, বিশেষ প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর উপজেলায় কর্মরত স্বাস্থ্য সহকারীরা বাংলাদেশ হেলথ্ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের (স্বাস্থ্য সহকারী) নিয়োগ বিধি সংশোধনসহ বেতন গ্রেড উন্নতিকরণের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন চলছে।
শনিবার (২৯ নভেম্বর) সকাল থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হচ্ছে। প্রতিদিন সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত টানা কর্ম বিরতি পালন করা হয়।
এর আগে গত ২৬ নভেম্বর থেকে শুরু হয়েছে ওইকর্ম বিরতি কর্মসূচি।
দাবি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে মেস্তাফিজুর রহমানের সঞ্চাচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্বাস্থ্য সহকারী ইমরান খান লিপু,
সুলতান আলী, আছমা খাতুন, ফারুক মিয়া, মায়াবি আক্তার, আশিকুল হক, জিয়াউল হক, শরিফ, হেলথ্ ইন্সপেক্টর মিজানুর রহমান, মনোয়ারা খাতুনসহ আরও অনেকেই।
বক্তারা নিয়োগ বিধি সংশোধন করে ১৬ থেকে ১১, ১২ ও ১৩তম গ্রেডে উন্নতিকরণসহ টেকনিক্যাল পদ মর্যাদার দাবি জানান।
তাদের দাবি না মানা পর্যন্ত মাঠে কাজে না যাওয়াসহ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেনও স্বাস্থ্য সহকারীরা।
অবস্থান কর্মসূচিতে স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকের সকল সদস্য অংশগ্রহণ করেন।
স্বাস্থ্য সহকারীরা কর্মস্থলে কাজ না করে কর্ম বিরতির আন্দোলন পালন করায় ভোগান্তির শিকার হচ্ছেন স্বাস্থ্য সেবাপ্রার্থীরা।