গণজয় প্রতিবেদক : বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার কৃতি সন্তান মোখলেসুর রহমান পান্নার স্ত্রী শাওলি সুমন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ নভেম্বর রাতে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
। আজ বৃহস্পতিবার বাদ যোহর গুলশান মসজিদে অনুষ্ঠিত হবে। মরহুমার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার কৃতি সন্তান মোখলেসুর রহমান পান্না।
বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমান পান্নার স্ত্রী শাওলি সুমনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, জামালপুর জেলা পরিষদ সদস্য বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বকশীগঞ্জ বাস মালিক সমিতির সভাপতি জয়নাল আবেদীন, বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু জাফর, সাদুরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ হেলাল উদ্দিন খান, বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, বিশিষ্ট শিল্পপতি আলহাজ এমদাদুল হক এমদাদ, বকশীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান বকশীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাসুমা ইয়াসমিন স্মৃতি, সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, বকশীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ শাহীনা বেগম,বকশীগঞ্জ শিল্প ও বনিক সমিতির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, অধ্যাপক বীর মুক্তিযোদ্বা আফসার আলী, দৈনিক গণজয় সম্পাদক প্রেসক্লাব সভাপতি এম শাহীন আল আমীন, সরওয়ার জামান, নির্বাহী সম্পাদক মাসুদ উল হাসান, দৈনিক উর্মি বাংলা সম্পাদক আব্দুল লতিফ লায়ন, খবরের ভিতরে খবর সম্পাদক এম এ সালাম মাহমুদ, বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মতিন রহমান, সরকার আব্দুর রাজ্জাক, সহ সভাপতি এ কে এম নুর আলম নয়ন, আলমাস আলী, মোহাম্মদ আসাদ, মোহাম্মদ ইলিয়াস আলী, মোহাম্মদ ইলিয়াস মিয়া, লিয়াকত হোসেন বাবুল, ডা: লিটন মিয়া, মরনরুজ্জামান মনির, উপান্যাসিক সুলতানুল আরেফিন আদিত্য, বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সজিব, প্রমুখ।
শোক বার্তায় তারা বলেন, বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার কৃতি সন্তান মোখলেসুর রহমান পান্নার পাশে থেকে তার স্ত্রী শাওলি সুমনও বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার বেশ কিছু উন্নয়নে অবদান রেখেছেন। শাওলি সুমনের মৃত্যুতে বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলাবাসী একজন মা সমতুল্য শুভাকাংখিকে হারিয়েছে। তার জন্য মহান আল্লাহর কাছে জান্নাত কামনা করেছেন।