এম.শাহীন আল আমীন ॥ বকশীগঞ্জ উপজেলার মেষেরচর গ্রামের মজনু পাগলা রবিবার (১৫ নভেম্বর-২০২০০) সন্ধ্যায় না ফেরার দেশে চলে গেছেন। মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে পৃথিবী থেকে তিনি চির বিদায় নিয়েছেন। রবিবার রাত ১০ ঘটিকার সময় জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে তাকে কবর দেওয়া হয়েছে।
মজনু পাগলা ছিলেন একজন পীর ভক্ত মানুষ। তিনি ছিলেন পাগল সমাজের নেতা। জীবিত থাকা কালিন মজনু পাগলা কখনও পেট ভরে খাবার খাননি। মাছ মাংস তিনি খেতেন না। ডালভাত খেয়েই তিনি জীবিকা নির্বাহ করেছেন। তার আর্থিক অবস্থা খুবই সুচনীয় ছিলো। কিন্তু তার মনটা ছিলো অনেক বড়। সব সময় হাসি খুশিতে থাকতেন। তিনি মন খোলে মানুষকে ভালো বাসতেন। দরবার শরীফের র্ধমীয় কাজে তিনি ছিলেন একজন কর্ম ব্যাস্ত দায়িত্বশীল বিশ্বস্ত মানুষ। রাত ১০ টায় জানাযা হলেও বিপুল সংখ্যক র্ধমপ্রান মুসলমানরা উপস্থিত ছিলেন। মজনু পাগলা ৫ ছেলে ও ১ মেয়ের জনক। মৃত্যুকালে তার বয়স হয়ে ছিলো ৭০ বছর। তার মৃত্যুতে পীর ভক্ত অসংখ্য পাগল পরিবারে শোকের ছায়া বিরাজ করছে। তার পরিবারের সদস্যরা মজনু পাগলার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।